________________
অশৌচতত্ব সংগ্রহ। রতে যদি খবর পাই, তেনে হলে যি কেই দিন অশৌচর বাকি থাকে, সেই কেই দিন অশৌচ করিলেই শুদ্ধ হব। | যেনেকৈ এজন ব্রাহ্মণর জানিবা কোনাে দুরনি ঠাইত মরার ৪ দিনৰ পাছত তেঁওর সাত পুৰুষৰ ভিতর মানুহ বিলাকে খবর পালে তেতিয়া হলে তেঁও বিলাকে সেই দিনারে পরা আৰু ছয় দিন অশৌচ করিলেই শুদ্ধ হব। অইন অইন জাতির এই নিয়ম। প্রমাণ যথাদেশান্তরগতং ত্বা শূকং সাবমেবতু। তাবদপ্ৰযুতে ভুত্ব যাবৎ শেষং সমাপ্যতে। ইতি ধৰ্ম্মপুরাণে। নিয়মিত অশৌচ যাের বাহিরে খবর পালে স্নান করিলেই শুদ্ধ হব। কিন্তু মাক বাপেক আৰু গিরিএক এই বিলাক মরার খবর এক বছরর পাছত পালেও তিন দিন অশৌচ কৰিব লাগে। দুই বছর পাছত হলে স্নান করিলেই শুদ্ধ হব। অতিক্রান্তে দশাহেতু ত্রিরাত্ৰমশুচিভবেৎ। সম্বৎসরব্যতীতে তু স্নাত্ব বাপাে বিশুদ্ধতি। | ইতি মনু। ওপজা অশৌচ হলে অশৌচ যােৱাৰ পাছত খবর পালে অন্য বিলাকর অশৌচ নাই। কেবল মাত্র বাপেকে স্নান করিব . লাগিব। চোৱালী উপজিলে একোনাই।